পাটকেলঘাটায় বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ | আপডেট: ১২:৫৩:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০ নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটায় পল্লী বিদ্যুতের খুটিতে কাজ করার সময় বিদ্যুত স্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার(২২ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে পাটকেলঘাটা থানার ছোটকাশিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম ফারুক হোসেন(৩০)। সে থানার লালচন্দ্রপুর গ্রামের শেখ আব্দুল লতিফের ছেলে। স্থানীয়রা জানান, সকাল সাড়ে দশটার দিকে ছোটকাশিপুর এলাকায় বিদ্যুতের খুটিতে উঠে কাজ করার সময় বিদ্যুতায়িত হন বিদ্যুৎ শ্রমিক ফারুক। এরপর সাথে সাথেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সাতক্ষীরা পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা জানান, ঠিকাদারের অধীনে বিদ্যুৎ উন্নয়নের কাজ করার সময় এই বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, এ বিষয়ে একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু সংবাদটি ৬১২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু