পাটকেলঘাটায় বর্ণাঢ্য মুজিব র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ২:৩৪:অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক:
মুজিব বর্ষের কার্যক্রম উপলক্ষ্যে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য মুজিব র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৫ জানুয়ারী) বেলা ১১টায় র‌্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণ অংশগ্রহণ করে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

র‌্যালিটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুল হাইয়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান, বিদ্যালয়ের শিক্ষক উদয় কৃষ্ণ দাশ, মো: সাইফুল্লাহ, প্রবীর দেবনাথ, আজহারুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন প্রিয়া সাধু ও শ্রেয়সী রায়।

সুন্দরবনটাইমস.কম/ডেক্স

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক