পাটকেলঘাটায় প্রশাসনের অভিযান অব্যহত: ছদ্মবেশে গোপন দল বাজারে প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০ | আপডেট: ১২:৩১:অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা): করোনা ভাইরাসকে পুজি করে সাতক্ষীরার বাণিজ্যিক কেন্দ্র পাটকেলঘাটা বাজারের পরশ ট্রেডার্স এর গত সপ্তাহ থেকে এই সপ্তাহের প্রতি বস্তায় চালের দাম ১০০/১৫০ টাকা বৃদ্ধিতে সোমবার(২৩ মার্চ) সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে ৩০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন তালা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) খন্দকার রবিউল ইসলাম। এছাড়া বিভিন্ন দোকানে অভিযান পরিচালনাকালে আরও একটি দোকানে পেঁয়াজের দাম বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা করেন তিনি। এ সময় ব্যবসায়ীদেরকে সতর্কও করেন তিনি। এ সময় তিনি তালা উপজেলা সহ পাটকেলঘাটা ব্যবসায়ীদের গত সপ্তাহের দামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দামে জিনিসপত্র বিক্রয় করার অনুরোধ করেন। দেশের এই ক্রিটিকাল মুহূর্তে পরিস্থিতিকে আরো ক্রিটিকাল না করার অনুরোধও জানান তিনি। তিনি এ সময় আরো বলেন, একটি গোপন দল ছদ্মবেশে বিভিন্ন দোকানের পণ্যের দাম জিজ্ঞাসা করছে। তাদের দেওয়া তথ্য ভেরিফিকেশন করে মিলে গেলে লাইসেন্স বাতিল, দোকান সিলগালা, বড় অঙ্কের জরিমানা, জেলসহ কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স করোনা ভাইরাস সংবাদটি ২৭৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু