পাটকেলঘাটায় পলিথিন কারখানার মেশিনের আঘাতে প্রাণ গেল এক শ্রমিকের প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১ | আপডেট: ১২:১১:পূর্বাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২১ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকায় পলিথিন কারখানায় মেশিনের আঘাত লেগে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার(১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক থানার বড়বিলা গ্রামের শেখ অজেদ আলীর পুত্র জুয়েল শেখ (২৩) । স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কারখানায় কাজ করছিলেন জুয়েল শেখ। বিকেলে কারখানার মেশিনের আঘাত পেয়ে মারা যায় সে। এ সময় জুয়েলের মুখে আঘাত লেগে মুখ বিকৃত হয়ে যায়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, এ ঘটনায় কারখানার মালিক মিলন সাধু ও ব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সংবাদটি ৫২৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু