পাটকেলঘাটায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ | আপডেট: ৪:২০:অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ মাহফুজুর রহমান মধু: করোনা ভাইরাসকে ইস্যু করে পাটকেলঘাটা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করে জনগণকে হয়রানী করছিল কিছু অসাধু ব্যবসায়ীরা। এ রিপোর্ট সুন্দরবনটাইমস.কম সহ পত্রিকায় প্রকাশ হওয়ায় শনিবার(২১ মার্চ) সকাল ১১টায় পাটকেলঘাটা ও আশপাশের বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজহার আলী। এ সময় বেশি দামে চাউল বিক্রির জন্য ব্যবসায়ী মোঃ ঈসমাইল হোসেন কে ৩০ হাজার, দিনোবন্ধু দাস কে ৫ হাজার, বাবু কে ৫ হাজার ও সুশান্ত কুমার কে ৫হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া পেয়াজ ব্যবসায়ী অশোক হোড় কে ৩ হাজার ও আহম্মদ আলী কে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোট ৬জন ব্যবসায়ীকে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। অভিযানকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজহার আলী জানান, অভিযান অব্যহত থাকবে। পরবর্তীতে যদি কেউ বেশি লাভের আশায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করে বিক্রি করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স করোনা ভাইরাস সংবাদটি ৩৩২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু