পাটকেলঘাটায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ: আহত ৫ প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০ | আপডেট: ৯:৪০:অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ভৈরবনগর এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংষর্ষে পাঁচ জন গুরুত্বর আহত হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার(২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ভৈরবনগর স্থানে দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে চালক ও আরোহী ছটকে পার্শবর্তী খালের ধারে পড়ে যায়। এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ও একজনের পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের ঠিকানা সম্পর্কে প্রাথমিকভাবে জানিয়েছে তারা হলেন, তালা উপজেলার ইসলামকাটির রবিউল ইসলাম, পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মাছুম বিল্লাহ, পাটকেলঘাটা সদরের রিয়াজ উদ্দীন। এরা সকলে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত আছে বলে জানা গেছে ও বাকী দুই জন সাতক্ষীরা সদরের কামালনগর এলাকার বলে জানা গেছে। পাটকেলঘাটা থানা পুলিশ মোটর সাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছেন। সংবাদটি ১৮৮০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু