পাটকেলঘাটায় জোর পূর্বক মৎস্য ঘেরে থাকার পায়তারা: জমি মালিকদের বিক্ষোভ প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০ | আপডেট: ৯:০১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০ প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা): পাটকেলঘাটার কেশা গ্রামের কেশার বিলে মৎস্য ঘেরের মেয়াদ উত্তীর্ন হওয়ার পরেও জোরপূর্বক ঘেরে থাকার পায়তারার ঘটনায় জমির মালিকরা শুক্রবার বিকাল ৫টায় বিক্ষোভ করে পাটকেলঘাটা থানায় অভিযোগে দাখিল করে। অভিযোগে জানা গেছে, থানার কেশা বিলে ৭বছরের জন্য এলাকার জমির মালিকরা গত ০১/০১/২০১৩ সাল হইতে ৩১/১২/২০১৯ সাল পর্যন্ত লিজ প্রদান করেন কেশবপুর উপজেলার সাগর দত্তকাটি গ্রামের কলিম উদ্দীন কবিরাজের পুত্র মোঃ মনিরুজ্জামানের নিকট । তিনি লিজের শর্ত ভঙ্গ করে সাবলিজ প্রদান করেন তালা উপজেলার বারাত গ্রামের আফছার উদ্দীনের পুত্র তৌহিদুর রহমান, নোয়াকাটি গ্রামের মৃত নয়েজ সরদারের পুত্র আলাউদ্দীন ও কেশা গ্রামের মৃত দলিল উদ্দীনের পুত্র মোঃ নুরুল ইসলামের নিকট। ইতোমধ্যে মৎস্যঘেরের ডিডের মেয়াদ শেষ হয়ে গেছে। পুন:রায় তারা ঘেরে থাকার জন্য পায়তারা চালাচ্ছে। কেশা গ্রামের রফিকুল ইসলাম, মনি, সামসুর রহমান, আব্দুল আহাদ সহ একাধিক জমির মালিক এ প্রতিবেদককে জানান, মৎস্য ঘেরেরে মেয়াদ উত্তীর্ন হলেও ঘের মালিকরা পুনরায় ঘেরে থাকার জন্য নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা বৃহস্পতিবার মৎস্যঘেরের বাসা আগুনে পুড়িয়ে মামলা করার ঘড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার এলাকার লোকজন উক্ত ঘের মালিকদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে পাটকেলঘাটা থানায় অভিযোগ দাখিল করে। কুমিরা ইউপি চেয়ারম্যান ও কুমিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ আজিজুল ইসলাম বলেন, আমি এলাকার জমির মালিকদের সাথে কথা বলে জানতে পারলাম অধিকাংশ জমির মালিকরা মৎস্য ঘের করতে চায় না। চাষাবাদ করতে চায়। পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, জমির মালিকরা থানায় এসেছিল। আগামী রবিবার উভয় পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২২২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু