পাটকেলঘাটায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী ও বিভিন্ন সংগঠনের কার্যক্রম অব্যাহত প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ | আপডেট: ১:৩৩:অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাটকেলঘাটা(সাতক্ষীরা): মরণ ঘাতক করোনার ছোবলে গোটা পৃথিবী স্তম্ভিত। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচেছ নতুন নাম। সারা পৃথিবী জুড়ে আতঙ্কের মধ্যে মানুষ বসবাস করছে। বাংলাদেশে ইতোমধ্যে কয়েকজনের প্রানহানি ঘটেছে । গোটাদেশের মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। এদিকে করোনার জনসচেতনতা বৃদ্ধিতে সরকারী ও বেসরকারী বিভিন্ন সংগঠন মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে কাজ করে যাচ্ছে। ইতো মধ্যে পাটকেলঘাটায় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদ,ইউপি সদস্যবৃন্দ, পাটকেলঘাটা বাজার কমিটি, সেচ্ছাসেবক সংগঠন, সমাজসেবক ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়ামহল্লা ও বাড়িবাড়ি লিফলেট, সাবান, জীবানুনাশক ঔষধ ছিটিয়ে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। পাটকেলঘাটা বাজার কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নিজাম উদ্দীন ভুইয়া,সদস্য শেখ তরিকুল ইসলাম বলেন আমরা সেচ্ছায় এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বলেন করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়নের সকল ওয়ার্ডে এই কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে গত ২৫ মার্চ থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিষের দোকান ব্যবসা বাদে সকল কার্যক্রম বন্ধ থাকার কারনে খেটে খাওয়া সাধারন মানুষ অনেকটা বিপাকে পড়েছে। কোন কাজকাম না থাকায় ছিন্নমুল মানুষ, চা বিক্রেতা, ফুটপাত ব্যবসায়ী , ভ্যানচালক সহ নিন্মআয়ের মানুষ হতাশায় দিনকাটাচ্ছে। সরকারীভাবে কোন সাহায্য সহযোগিতা না পাওয়ায় সাধারন জনগন অনেক কষ্টে দিন যাপন করছে। এদিকে খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে সরকারী সাহায্যের কামনা করেছে সাধারন গরীব অসহায় নিন্ম আয়ের মানুষ। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২৭১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু