পাটকেলঘাটায় এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২: আহত-১ প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯ | আপডেট: ৫:৪৪:অপরাহ্ণ, জুন ২৫, ২০১৯ সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশ মাইল নামক স্থানে মোটর সাইকেল ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ডিশ লাইন স্টার কেবলসের ম্যানেজার কামরুল ও কর্মচারি নান্নু নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের ড্রাইভার হজরত আলী। নিহতরা হলেন, সাতক্ষীরা সদরের লস্করপাড়া এলাকার আবুল বাশারের ছেলে কামরুল হাসান (৩৫) ও উত্তর কাটিয়া এলাকার এমদাদ আলীর ছেলে নান্নু (৩৪)। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, নিহত মোটর সাইকেল আরোহী সাতক্ষীরার ডিশ লাইন স্টার কেবলসের ম্যানেজার কামরুল ও কর্মচারি নান্নু। তারা একটি মোটর সাইকেলে তালা থেকে সাতক্ষীরায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে যাওয়া তালা সার্জিক্যাল ক্লিনিকের অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় সিবি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তারা মারা যান। ময়না তদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা নিরাপদ সড়ক চাইসড়ক দূর্ঘটনায় মৃত্যু সংবাদটি ৩৯২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় নবজাগরণ সমাজ কল্যান পরিষদের সাধারণ সভা উপকূলীয় জেলা সাতক্ষীরায় সূর্যমুখী চাষে ব্যপক সম্ভাবনা