পাটকেলঘাটায় এসিল্যাল্ডের নেতৃত্বে পৃথক দুটি বাল্যবিবাহ বন্ধ প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১ | আপডেট: ১১:৫৭:অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক দুটি বাল্য বিবাহ বন্ধ করেছেন তালা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম তারেক সুলতান। শুক্রবার (১৫ জানুয়ারী) দুপুর ২টার দিকে নগরঘাটা ইউনিয়নের আমানাত মোড়ল এর মেয়ে নগরঘাটা আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রী (১৬) কে খুবই জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ের আয়োজন করে পরিবার। একই সময়ে অন্য দিকে একই উপজেলার পাশের ধানদিয়া ইউনিয়নের আঃ আলিম সরদার এর মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী (১৫) কেও জাঁকজমকপূর্ণ ভাবে বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসিল্যান্ড ঘটনাস্থলে যেয়ে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ অনুসারে (০২) জনের অভিভাবক-কে ৫হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করে। অপরদিকে নগরঘাটা ইউনিয়নে বিকাল ৪ টার সময় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সড়কে হেলমেট পরিধান না করে মোটরসাইকেল চালানোর অপরাধে অত্র ইউনিয়নের শওকত আলীর ছেলে মোঃ ইমরান হোসেন কে সড়ক পরিবহন আইনে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় তালা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম তারেক সুলতান জানান এ ধরনের অভিযান চলমান থাকবে। সংবাদটি ৫৩৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু