পাটকেলঘাটায় ইয়াবা সহ এক নারী আটক

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২২ | আপডেট: ১:৪১:পূর্বাহ্ণ, জুন ২২, ২০২২
সাতক্ষীরার পাটকেলঘাটায় ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক নারীকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার(২১ জুন) সন্ধ্যায় তাকে পাটকেলঘাটা বাজারের পল্লী বিদ্যুৎ রোডের কাঠ ব্যবসায়ী শেখ মিজানুর রহমানের ভাড়া বাড়ি থেকে আটক করা হয়। আটককৃত ওই নারীর নাম ডলি খাতুন(৪৫)।
 
সে পাটকেলঘাটার পারকুমিরা গ্রামের আরিফুল ইসলামের  স্ত্রী।
 
পাটকেলঘাটা থানা উপ পরিদর্শক(এস.আই) সোলাইমান কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পল্লী বিদ্যুৎ রোডের একটি ভাড়াবাড়ি থেকে ডলি কে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাসী করে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত নারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে। 
 
 
কিশোর কুমার/ডেক্স

আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স