পাটকেলঘাটায় আম্পানে ক্ষতিগ্রস্থ লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২০ | আপডেট: ৩:৩৯:অপরাহ্ণ, মে ২৪, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটায় আম্পানে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন মেরামতকালে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির এক চুক্তিভিত্তিক লাইনম্যানের মৃত্যু হয়েছে। রবিবার(২৪ মে) সকাল ১১টায় পাটকেলঘাটার বড়বিলা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত লাইনম্যান(চুক্তিভিত্তিক) আলিমুল ইসলাম(২২) যশোর জেলার কেশবপুর উপজেলার বাসিন্দা। স্থানীয়রা জানায়, ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন মেরামতের সময় আকষ্মিক বিদ্যুৎ সংযোগ চলে আসলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে পাটকেলঘাটার একটি ক্লিনিকে নিয়ে আসলে পরবর্তীতে তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সন্তোষ কুমার সাহা জানান, লাইন মেরামতের সময় আকষ্মিক মৃত্যুর কারণটি তদন্ত পূর্বক দেখা হচ্ছে। ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় আম্পানবিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুলাইনম্যানের মৃত্যু সংবাদটি ৩৩৩৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে পাটকেলঘাটায় আলোচনা সভা ও আলোক চিত্র প্রদর্শনী পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু