পাটকেলঘাটায় আরো দু’জনের করোনা সনাক্ত প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২০ | আপডেট: ১১:৫৯:পূর্বাহ্ণ, জুলাই ২৯, ২০২০ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় আরো দুই জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। করোনা সনাক্ত ব্যক্তিরা হলেন, মিঠাবাড়ী(শেখ পাড়ায) গ্রামের শেখ ইয়াছীন হোসেনের পুত্র মো: দরবেশ আলী(৩৫), পোড়ারবাজার(খানপাড়া) গ্রামের মছলেউদ্দীন সরদারের পুত্র মো: রাসেল সরদার(৩০)। সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন আগে মো: দরবেশ আলী জ্বর, সর্দি ও কাশি জনিত রোগে ভুগছিলেন। তিনি সাতক্ষীরা নির্বাচন অফিসে চাকরি করেন বলে জানা যায়। সেখান থেকে তিনি করোনাভাইরাস(কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন ও মো: রাসেল সরদারও অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা সহ করোনাভাইরাস(কোভিড-১৯) পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন। পরবর্তীতে করোনা রিপোর্টে তাদের করোনা পজেটিভ হওয়ায় পাটকেলঘাটা থানা পুলিশের কুইক রেস্পন্স টিম মঙ্গলবার(২৮ জুলাই) তাদের বাড়ি সহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোষণা করে। পাশাপাশি তাদেরকে সতর্ক থাকার জন্য আহবানও করা হয়। সাথে সাথে তাদেরকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাসও প্রদান করা হয়েছে। করোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ৫৬৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে পাটকেলঘাটায় আলোচনা সভা ও আলোক চিত্র প্রদর্শনী পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু