পাটকেলঘাটার নগরঘাটায় নির্যাতিত বৃদ্ধকে জেলা প্রশাসকের খাদ্য সহায়তা প্রদান প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ১১, ২০২০ | আপডেট: ৫:০৩:অপরাহ্ণ, জুন ১১, ২০২০ সাতক্ষীরার তালা উপজেলা নগরঘাটা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডে মিঠাবাড়ী গ্রামে গত দুই দিন আগে ত্রানের জন্য দেওয়া ঘুষের টাকা ফেরত চাওয়াই ইউপি সদস্য সামাদের দ্বারা ৭০ বয়স উর্দ্ধ নূর ইসলাম নামে এক ব্যাক্তি নির্যাতিত হয়েছে। সেই ঘটনায় নূর ইসলামের বাড়ি এবার খাদ্য সহায়তা পাঠালেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এ খাদ্য সহায়তা নূর ইসলামের বাড়ি পৌঁছে দিলেন তালা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। সেই সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ অনাকাঙ্খিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, অবিলম্বে ইউপি সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। সংবাদটি ৭৩৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু