পাটকেলঘাটার নগরঘাটায় গাঁজা সেবনের দায়ে তিন যুবককে বিনাশ্রম কারাদন্ড প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২০ | আপডেট: ৪:৪৯:অপরাহ্ণ, মে ১৪, ২০২০ মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার প্রশাসন। মাদক সেবনের অপরাধে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার নগরঘাটায় তিন যুবককে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম। বৃহস্পতিবার(১৪ মে) দুপুর ১টায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বেদের পুকুর নামক স্থান থেকে আটক করে মাদকসেবী নগরঘাটা গ্রামের মো. রফিকুল গাজীর পুত্র মো. টিপু সুলতান(২৪) কে ০৬ মাস, জুলফিকার গাজীর পুত্র সোয়েব হাসান জুয়েল এবং মো. রেজাউল হোসেন গাজীর পুত্র সজল গাজী (১৮) কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০শত টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আসামীগণ জরিমানার অর্থ নগদ পরিশোধ করেন। আসামি তিনজনকে সাজা পরোয়ানা মূলে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে পাটকেলঘাটা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ সালাউদ্দিন সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে মোবাইল কোর্টে সহযোগিতায় ছিলেন। ভ্রাম্যমাণ আদালতমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংবাদটি ১৭১১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু