পাটকেলঘাটার খলিষখালীর এক ব্যবসায়ীর অকাল মৃত্যু প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০ | আপডেট: ১১:৪৪:পূর্বাহ্ণ, মার্চ ২৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক, খলিষখালী(পাটকেলঘাটা): পাটকেলঘাটার খলিষখালীতে রবিউল ইসলাম বাবু(৩১) নামে এক ফ্লেক্সিলোড ব্যাবসায়ীর অকাল মৃত্যু হয়েছে। সে থানার খলিষখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কাসেম সরদারের পুত্র। নিহতের চাচা বাক্কার সরদার জানান, শনিবার দিবাগত রাত ৪টার সময় বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। প্রাথমিকভাবে তার মৃত্যু হৃদরোগ জনিত কারনে হয়েছে বলে তার পরিবারের একাধিক সুত্র জানিয়েছে। তার এই অকাল মৃত্যুতে এলাকায় ও গোটা পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছে, খলিষখালী বনিক সমিতি, আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন সমাজিক সংগঠন। শনিবার(২৮মার্চ) জোহেরর নামাজের পর মরহুমের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ২৬৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু