পাটকেলঘাটার খলিষখালীতে এক ব্যক্তির আত্মহত্যা প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ | আপডেট: ১১:১১:অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নে খোরশেদ মোল্যা(৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার(১৭জুলাই)। সে অত্র ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত ইনতাজ মোল্যার ছেলে। সে ব্যাক্তিগত জীবনে দুই ছেলের জনক ছিল । নিহতের পরিবার সুত্রে জানা যায়, আজ দুপুরে খোরশেদ হঠাৎ ঘরের ভিতরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিল। আমরা দেখা মাত্র ঘটনাটি পুলিশকে জানিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু ব্যাক্তি ও তার প্রতিবেশী এক আওয়ামীলীগ নেতা জানান, খোরশেদ দীর্ঘদিন মানসিক অসুস্থ ছিল সঠিক, তারপরও পাগল আবার আত্মহত্যা করে কিভাবে?। এতে হয়তবা কোন রহস্য লুকিয়ে থাকতে পারে। তারা আরও জানান, খোরশেদ আত্মহত্যা করার সাথে সাথে তাদের পরিবারের লোকজনের বিভিন্ন মহলে দৌঁড়ঝাপ করতে দেখা যায় যা সন্দেহ জনক। খলিষখালী ক্যাম্প ইনচার্জ নিখিল কুমার বিশ্বাস জানান, এ বিষয়ে থানায় একটি অপমূত্যু মামলা হয়েছে। আগামীকাল(১৮ জুলাই) লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে। আত্মহত্যা সংবাদটি ৯৫৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু