পাটকেলঘাটার কপোতাক্ষ নদের পাড় থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪ | আপডেট: ২:০২:অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার কপোতাক্ষ নদের পাড় থেকে অজ্ঞাতনামা(৪২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিকভাবে মরদেহের নাম ও পরিচয় মেলেনি বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুলাই) বেলা ১২টার দিকে পাটকেলঘাটার কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, বেলা ১২টার দিকে স্থানীয় কিছু লোক কুমিরা এলাকার কপোতাক্ষ নদের পাড়ে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এর পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, মরদেহের পাশ থেকে দুটি কীটনাশক ঔষধের বোতল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে এখন পর্যান্ত মরদেহের নাম পরিচয় মেলেনি। এ ঘটনায় পাটকেলঘাটার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৮৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে পাটকেলঘাটায় আলোচনা সভা ও আলোক চিত্র প্রদর্শনী পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু