পাইকগাছা সরকারি কলেজের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ | আপডেট: ৯:৪৭:অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে ঐতিহ্যবাহী পাইকগাছা সরকারি কলেজের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে কলেজ মিলনায়তনে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির শুভসূচনা করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক নাথ বিষ্ণুপদ, আ জ ম আব্দুল হাকিম, আমান উল্লাহ আমান, শহিদুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, তরুণ কান্তি মন্ডল, মাসুদুর রহমান মন্টু, লিলিমা খাতুন, লুৎফা ইসলাম, মোমিন উদ্দীন, সোমা রায়, তারেক আহমেদ, আছাবুর রহমান শিমুল, সুষ্মিতা সরকার, উজ্জ্বল বিশ্বাস, আবু সাঈদ, মাধুরী রানী মন্ডল, সুলতানা জাহান, নাজমিন নাহার, মল্লিকা অধিকারী, পলাশ কুমার মন্ডল, শিক্ষার্থী নয়ন বিশ্বাস, ওশিন ও সুমাইয়া। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু পাইকগাছা সরকারি কলেজ সংবাদটি ২৭২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি