পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চাঁদা চেয়ে সর্বহারা পার্টির হুমকি

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯ | আপডেট: ১০:০২:অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
চাঁদা দাবী করে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেকুজ্জামানকে হুমকি দিয়েছে সর্বহারা পার্টি। এ ঘটনায় স্কুল শিক্ষক থানায় সাধারণ ডায়েরী করেছে। শিক্ষক খালেকুজ্জামান জানান, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ০১৪০৭-৫১০১৪৫ নং মোবাইল ফোন থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট (সর্বহারা) পার্টির আঞ্চলিক কমান্ডার শ্যামল দাদা পরিচয় দিয়ে ৩২ হাজার ৫শ টাকা চাঁদা দাবী করে। কিছুটা দর কষাকষির এক পর্যায়ে বিকাল ৩ টার মধ্যে ০১৮৬৯-২২৮৯৮৬ নং বিকাশ নম্বরে ২০ হাজার টাকা দিতে বলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে আমার ও আমার পরিবারের জীবনাশের হুমকি দেয়। পরে আমি বিষয়টি থানার ওসি এমদাদুল হককে অবহিত করে থানায় সাধারণ ডায়েরী করি। যার নং- ৫৭৪, তাং ১৫/১০/১৯ ইং। এ ঘটনার পর স্কুল শিক্ষক ও তার পরিবার আতংকিত হয়ে পড়েছে। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে একটি চক্র মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য এ ধরণের কাজ করতে পারে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ধরণের হুমকিতে আতঙ্কিত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক