পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯ | আপডেট: ৮:৫১:অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতাঃ পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভোর ক্রীড়া, সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন সেখ। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, অধ্যক্ষ আজহার আলী, প্রাক্তন প্রধান শিক্ষক অপু মন্ডল, প্রধান শিক্ষক মিলিজিয়াসমিন, প্রধান শিক্ষকের সহধর্মিনী রাশিদা বেগম, বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, দিলিপ দাশ, এম.এম. আজিজুল হাকীম, কে.ডি বাবু, শিকদার আবু হানিফ সোহেল, শিক্ষক রহমত আলী, আব্দুল মমিন, আলী সোহাল জুয়েল, অমিত রায়, মুহাম্মাদ ইদ্রিস আলী, রবিউল ইসলাম খান। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম ও প্রদীপ শীল। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাইকগাছাবার্ষিক ক্রীড়া ও সংষ্কৃতিক অনুষ্ঠান সংবাদটি ২৯৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী