পাইকগাছায় ইয়াবা সহ আটক-২

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯ | আপডেট: ৯:৩০:অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৯

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা:
পাইকগাছায় থানা পুলিশ ইয়াবাসহ দু’জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, থানার এস আই মহিউদ্দীন ও এ এস আই জাকির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার রাড়–লী ইউনিয়নে অভিযান চালিয়ে শ্রীকন্ঠপুর গ্রামের উত্তর পাড়া ঈদগাহ ময়দান সংলগ্ন এলাকা থেকে ৯ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করে। আটককৃতরা একই এলাকার মৃতঃ হান্নান সরদারের ছেলে তৌহিদুজ্জামান নয়ন (৪৩) ও শাহাজান শেখের ছেলে আব্দুর শুকুর শেখ (৪০)। এ ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করেছে। এদিকে আটককৃত দু’জনকে বুধবার আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি মোঃ এমদাদুল হক শেখ জানিয়েছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক