পাইকগাছা উপজেলা প্রশাসনের অব্যাহত শীতবস্ত্র বিতরণ প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ৮:২০:অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না ধারাবাহিক শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ও হাচিমপুর আশ্রয়ন প্রকল্পের শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে কম্বল বিতরণ করেন। এর আগে তিনি রোববার রাতে গদাইপুর ইউনিয়নের আলোকদ্বীপ ও পৌরসভার সরল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করেন। পৃথক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, সার্ভেয়ার সাকিরুল ইসলাম ও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তৌহিদ। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি ১৮৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি