পাইকগাছা উপজেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতালের রোগীদের জন্য এসি ও ফ্যান প্রদান

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯ | আপডেট: ১০:০৭:অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছা উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য এসি ও সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদারের নিকট ৩টি এসি ও ২০টি ফ্যান প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আনোয়ার ইকবাল মন্টু, হেমেশ চন্দ্র মন্ডল, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, প্রভাষক ময়নুল ইসলাম, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, এমএম আজিজুল হাকিম, কেডি বাবু, মোঃ আব্দুল গফফার মোড়ল, শেখ জামাল হোসেন, আনোয়ারুল ইসলাম ও শফিকুল ইসলাম মোড়ল। এরপর অতিথি বৃন্দ হাসপাতালে চিকিৎসাধীন উপজেলা ভাইস চেয়ারম্যানের পিতা ও উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিন অজিয়ার রহমান সহ বিভিন্ন রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। সব শেষে অতিথি বৃন্দ উপজেলা সদর ও সোলাদানা সড়কস্থ শিবসা ব্রীজের এ্যাপ্রোস সড়কে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক