পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ বিধ্বংসী কয়লা তৈরীর চুল্লি ধ্বংস প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২ | আপডেট: ৮:৪৩:পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২ খুলনার পাইকগাছায় অবৈধভাবে গড়ে উঠা পরিবেশ বিধ্বংসী কয়লা তৈরীর চুল্লি গড়ে উঠায় পরিবেশ বিপর্যয় হচ্ছে। তা বন্ধে ও পরিবেশ সুরক্ষায় পাইকগাছার চাঁদখালীতে ভ্রাম্যমাণ আদালতে বুধবার সকালে ৫ টি চুল্লি নষ্ট করা হয়েছে। বাকী ৬৪ টি চুল্লি নিজ উদ্যোগে ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছে। যা স্থানীয় ইউপি চেয়ারম্যানের মুচলেকার শর্তে বাকী চুল্লি গুলোর সময় দেয়া হয়েছে। খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ আসিফুর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, জেলা সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ ও জেলা পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ। সংবাদটি ৩২৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি