পাইকগাছায় বিধবার পুকুরে বিষ প্রয়োগ : ৫০ হাজার টাকার মাছ মরে সাবাড় প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯ | আপডেট: ৮:৪৫:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় এক বিধবার বসত বাড়ীর পুকুরে বিষ প্রয়োগ করায় প্রায় ৫০ হাজার টাকার মাছ মরে সাবাড় হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা বিষ প্রয়োগ করলে মাছ মারা যায়। তবে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে বিষ প্রয়োগের এ ঘটনা ঘটতে পারে বলে ক্ষতিগ্রস্থ গৃহবধু ও তার পরিবার জানিয়েছেন। উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত নজরুল ইসলাম গাজীর স্ত্রী বিধবা নুরজাহান বেগম জানান, আমার বসত বাড়ীর সাথে একটি পুকুর রয়েছে। বৃহস্পতিবার রাতে ঘুমানোর পর অত্র পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে। শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য পুকুরে ওজু করতে গিয়ে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে আছে। বিভিন্ন প্রজাতির সব মাছ মরে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে গৃহবধু নুরজাহান জানান, বসত বাড়ীর যাতায়াতের পথ নিয়ে প্রতিবেশী অশোক দেবনাথ গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও হয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে বিষ প্রয়োগের এ ঘটনা ঘটতে পারে বলে নুরজাহান বেগম জানান। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা পুকুরে বিষ প্রয়োগ সংবাদটি ১৯৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি