পাইকগাছায় বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না ৩০টি পরিবার

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯ | আপডেট: ৭:৫৭:অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৯

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি :
নীতিমালা অনুযায়ী বার বার আবেদন করেও স্থানীয় ভাবে পল্লী বিদ্যুৎ এর সংযোগ পাচ্ছে না খুলনার পাইকগাছার কৃষ্ণনগরের ৩০টি পরিবার। জানা যায়, ১৯৯২ সালে উপজেলার কাটাখালী ও তার পার্শ্ববর্তী এলাকায় খুঁটি বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। অথচ, কাটাখালী বাজারের পাশেই অবস্থিত মাত্র ৯০ ফুট দূরত্বে কৃষ্ণনগরের গাজী বাড়ীর ৩০টি পরিবার বিদ্যুৎবিহিন ২৭ বছর। স্থানীয় গাজী শহিদুর রহমান ২০১৪ সালে নিয়ম-নীতি অনুযায়ী আবেদন করে ১৫শ টাকা জমা দিয়ে রশিদ নেয়। যার নং- ৫১১২৪ এবং ট্রাকিং নং- ৯৯১৪০৯১২৫৫৯। বিদ্যুৎ লাইনের নিকটবর্তী খুঁটি হতে প্রস্তাবিত সংযোগের দূরত্ব ৯০ ফুট বলে দেখা যায়। আবেদনের কিছুদিনের মধ্যে খুঁটি স্থাপন সহ সংযোগ দেয়ার কথা থাকলেও আজও তা দেয়া হয়নি। এরপর আবারও আবেদন করা হয় ২০১৭ সালে। এদিকে মাত্র ৩ মাস আগে পার্শ্ববর্তী এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হলেও অত্র এলাকাবাসী বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়ে যাচ্ছে। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। স্থানীয় ব্যাংকার আনিছুর রহমান জানান, স্থানীয় মন্টু গাজীর বাড়ী থেকে কাটাখালী গ্রামের ৩ রাস্তার মাথায় খুঁটি পর্যন্ত মাত্র ৭টি খুঁটি বসালেই গোটা এলাকায় বিদ্যুায়িত হবে। এ ব্যাপারে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির পাইকগাছা জোনাল অফিসের ইঞ্জিনিয়ার অহিদুজ্জামান জানান, সরকারিভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা

 

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক