পাইকগাছায় বজ্রপাতে ২ শ্রমিক নিহত প্রকাশিত: ৯:৩৭ পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৯ | আপডেট: ৯:৩৭:পূর্বাহ্ণ, জুন ২২, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: পাইকগাছার লতার গদারডাঙ্গায় চিংড়ি মাছের ঘেরে শেওলা পরিষ্কার করার সময় শুক্রবার সকাল ১০ টার দিকে বজ্রপাতে দু’শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার বাঁকা গ্রামের মৃত রঘু ঘোষের ছেলে অনন্ত ঘোষ(৬০) ও সাতক্ষীরার তালার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত মফেজ মোড়লের ছেলে জলিল মোড়ল(৪০)। স্থানীয়রা জানান, প্রতি দিনের ন্যায় নিহত জলিল, অনন্তসহ অন্যান্যরা শুক্রবার সকালে উপজেলার জনৈক আনার আলীর চিংড়ি মাছের ঘেরে শেওলা উঠানোর কাজ করছিল। সকাল ১০ টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারা নিহত হন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা বজ্রপাতে ২ শ্রমিক নিহত সংবাদটি ৩৪২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি