পাইকগাছায় তিন দিনের ব্যবধানে ইজিবাইকের চাপায় আবারো শিশুর মৃত্যু

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯ | আপডেট: ১১:২২:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় তিন দিনের ব্যবধানে আবারো ইজিবাইকের চাপায় রেহসান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে খুলনা-পাইকগাছা সড়কের আগড়ঘাটা বাজার অংশে সিদ্দিক মোল্লার দোকানের সামনে। এসময় তাৎক্ষণিক ঘাতক ইজিবাইক চালক লতার প্রণব পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজারে মঙ্গলবার সকালে শিশু রেহসান তার পিতার সাথে সিদ্দিক মোল্লার দর্জির দোকানে আসে। এসময় রেহসান তার পিতার কাছে সিংড়া খেতে চায়। তখন তার পিতা তাকে নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক রেহসানকে চাপা দেয়। তাৎক্ষণিক গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। উল্লেখ্য, গত শুক্রবার পাইকগাছা-বড়দল সংযোগ সেতুর জিরো পয়েন্ট এলাকায় ট্রলি চাপায় আল-আমিন(১২) নামের এক শিশুর মৃত্যু হয়।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক