পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯ | আপডেট: ৮:১৭:অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৯ পাইকগাছা(খুলনা) সংবাদদাতা: পাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিচার বিভাগের উদ্যোগে রোববার সকালে আইনজীবী সমিতি মিলনায়তনে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের সভাপতিত্বে “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবাদান” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী জজ মোঃ সালাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ অজিত কুমার মন্ডল। সাধারণ সম্পাদক এ্যাডঃ দীপঙ্কর কুমার সাহা’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার, শেখ তৈয়েব হোসেন নুর, আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম কচি, চিত্তরঞ্জন মন্ডল, কিশোর কুমার দাশ, বেলাল উদ্দীন, রেহানা পারভীন ও রেখা রানী বিশ্বাস। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা জাতীয় আইনগত সহায়তা দিবসপাইকগাছায় জাতীয় আইনগত সহায়তা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিতবঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদানবিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবাদান সংবাদটি ৩০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী