পাইকগাছায় কোমল পানীয়’র সাথে বিষ প্রয়োগে হত্যার চেষ্টায় চাচা আটক

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০ | আপডেট: ৯:০০:অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০

নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা):
পাইকগাছায় কোমল পানীয় সাথে বিষ প্রয়োগ করে আপন দু’বোনকে হত্যার চেষ্টার ঘটনায় চাচা কামরুল গাজীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে উপজেলার গজালিয়া গ্রামে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মামলা সূত্রে জানা যায়, গজালিয়া গ্রামের মোক্তার গাজীর ছেলে কামরুল গাজী (২৮) কোমল পানীয় (ফ্রুটিকা) সাথে বিষক্ত জাতীয় দ্রব্য মিশিয়ে স্থানীয় হালিম গাজীর দুই মেয়েকে পান করতে দেয়। কিছুক্ষণ পর দুই বোন অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাদেরকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। হালিম গাজী জানান, কামরুল একজন দুঃচরিত্রের লোক। সে প্রায়ই সময় আমাদের বাড়ীতে আসা-যাওয়া করত। সে অসৎ উদ্দেশ্যে আমার মেয়েদেরকে কোমল পানীয়র সাথে বিষ মিশিয়ে খাওয়ায়। ও

সি মোঃ এজাজ শরিফ জানান, এ ব্যাপারে পাইকগাছা থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে আদালত মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু

 


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক