পাইকগাছায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২১ | আপডেট: ১১:২৬:পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০২১ পাইকগাছায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হাফিজুর রহমান। পাইকগাছায় ২০২১-২২ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে পাইকগাছা উপজেলা কৃষি অফিস চত্ত্বরে বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, পৌর প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রঞ্জু, ইউপি সদস্য মোঃ আনোয়ার এলাহী, শেখ হারুনর রশিদ হিরু, জাহানারা বেগম, যমুনা রানী বৈদ্য। অনুষ্ঠানে উপজেলার ২ হাজার ৫ শত ৫৫ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। সংবাদটি ৩১৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি