পাইকগাছায় এজেন্ট ব্যবসায়ীর লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মে ২, ২০১৯ | আপডেট: ৯:১৩:অপরাহ্ণ, মে ২, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: পাইকগাছায় “নগদ এজেন্ট” থেকে নগদ ক্যাশ এক লাখ ও হ্যাক করে এক লাখ এক হাজার চুরাশি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। উপজেলার রাড়ুলির ষষ্ঠিতলা বাজারে ২৯ এপ্রিল রাত ৮টা ৫মিনিটে ০১৯৩৮০৫৫৭১১ থেকে ০১৮৮৫৪৫৬৬৬৪ নম্বরে দু’দফায় ১ লাখ টাকা ক্যাশ আউট করে। এদিকে, রাত ৮টা ৫১ মিনিট ও ৫২ মিনিটের মধ্যে ৪ দফায় জাহাঙ্গীরের ব্যবসায়ী মোবাইল থেকে ০১৯১৭০৩৪৫০৬ নম্বরে ১ লাখ ১ হাজার ৮৪ টাকা চলে যায়। এব্যাপারে লিছা ক্লিনিক ও নগদ এজেন্ট মালিক পল্লী চিকিৎসক এম জাহাঙ্গীর আলম এ ব্যাপারে ৩০ এপ্রিল থানায় জিডি করেছেন, যার নং- ১৩৪৯। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা নগদপাইকগাছায় এজেন্ট ব্যবসায়ীর লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগপোস্ট অফিস মোবাইল ব্যাংকিং জালিয়াতি সংবাদটি ২৭০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী