পাইকগাছায় এইচএসসি কেন্দ্র বাতিল ও কেন্দ্র সচিবের অপসারণের দাবী প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯ | আপডেট: ৯:৪৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছার রাড়–লী আরকেবিকে কলেজিয়েট স্কুল কেন্দ্রের সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষার রিপোর্টেডকৃত ২৭জন পরীক্ষার্থীর ফলাফল ঘোষণা ও কেন্দ্র বাতিল এবং কেন্দ্র সচিবের অপসারণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, অভিভাবক মাওঃ আব্দুল গফফার, প্রণব কুমার নন্দী, পরীক্ষার্থী তিথি রাণী কর্মকার, কামরুজ্জামান, নমিতা হালদার, নাইম ইব্রাহিম, সাদিয়া তানজিম, মানসুরা খাতুন, পিংকী নন্দী, আরাফা খাতুন, জলি খাতুন, সুফিয়া খাতুন, শারমিন, আয়েশা ও সুমন রাহাত। মানববন্ধনে ক্ষতিগ্রস্থ পরীক্ষার্থীরা ভবিষ্যৎ লেখাপড়ার জন্য মানবিক দিক বিবেচনা করে রিপোর্টেড ফলাফলকে পুনঃবিবেচনার মাধ্যমে পুনরায় ফলাফল ঘোষণা এবং অনিয়মের জন্য রাড়–লী কেন্দ্র বাতিল এবং কেন্দ্র সচিব অধ্যক্ষ গোপাল ঘোষের অপসারণের দাবী জানান। উল্লেখ্য, সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় রাড়–লী আরকেবিকে কলেজিয়েট স্কুল কেন্দ্রের রাড়–লী, চাঁদখালী ও তালার শালিখা কলেজের ২৭জন পরীক্ষার্থীর ইংরেজী প্রথমপত্রের খাতায় একই ধরণের হাতের লেখার অভিযোগে যশোর বোর্ড কর্তৃপক্ষ তাদের ফলাফল রিপোর্টেড করে। পরে বিষয়টি জানতে পেরে অভিভাবকরা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে গত ৩ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের সচিব আলিয়ার রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র ও কলেজ পরিদর্শক রাব্বি সংশ্লিষ্ট কেন্দ্র পরিদর্শন করে বিষয়টি সরেজমিনে তদন্ত করেন। এদিকে, কোমলমতি ছেলে-মেয়েদের লেখাপড়ার কথা বিবেচনা করে অভিভাবক এবং পরীক্ষার্থীরা গত কয়েকদিন আগে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং অবশেষে অত্র মানববন্ধন করেন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা এইচএসসি কেন্দ্র বাতিল ও কেন্দ্র সচিবের অপসারণের দাবী সংবাদটি ২৪৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি