পাইকগাছায় উপজেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯ | আপডেট: ১০:৩৮:অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছায় উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের উপজেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউকেএইড এর অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা এএইচএম জাহাঙ্গীর আলম। প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন, প্রোজেক্ট কো-অর্ডিনেটর জোসেফ মন্ডল। বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, সমবায় কর্মকর্তা আব্দুস সাত্তার, কাউন্সিলর কবিতা দাশ, ইউপি সদস্য কৃষ্ণ রায়, মোঃ আব্দুল গফফার মোড়ল, মুক্তি ফাউন্ডেশনের প্রোজেক্ট অফিসার আবুল কালাম আজাদ ও হিসাব রক্ষক উত্তম কুমার ঘোষ। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা এ্যাডভোকেসী সভা সংবাদটি ১৯৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি