পাইকগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক লাখ টাকা জরিমানা প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০ | আপডেট: ১০:৪০:অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২০ পাইকগাছার হরিঢালীর রহিমপুর সংলগ্ন কপোতাক্ষ নদে অবৈধভাবে বালু উত্তোলনকালে মনির উদ্দিন সরদার নামের একজনকে আটক করে পুলিশ। গতকাল ভ্রাম্যমাণ আদালতে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন পাইকগাছার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরাফাতুল আলম। এসময়ে বালু উত্তোলনের সরঞ্জামাদি জব্দ করা হয়। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদটি ৪০৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি