পাইকগাছায় অপহৃত ভিকট্রিম স্কুল ছাত্রী উদ্ধার: আটক-১ প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, মে ২, ২০১৯ | আপডেট: ৯:১৯:অপরাহ্ণ, মে ২, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: পাইকগাছায় অপহৃত ভিকট্রিম স্কুল ছাত্রীকে ৩ দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ আসামী মনিরুলকে আটক করেছে। থানা পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার ঢেমশাখালী গ্রামের আনিসুর রহমানের ৮ম শ্রেণী পড়ুয়া মেয়ে সাফিয়া খাতুন (১৩) গত রোববার স্কুলে যাওয়ার পথে কেজিএইচএফ মৌখালী ইউনাইটেড একাডেমী এলাকা থেকে অপহৃত হয়। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা আনিসুর রহমান বাদী হয়ে কয়রার দক্ষিণ বেদকাশী গ্রামের কাশেম গাজীর ছেলে মনিরুল ইসলাম (৩৪) কে আসামী করে থানায় অপহরণ মামলা করে। যার নং- ১, তাং- ০১/০৫/১৯ ইং। এ দিকে অপহরণের ৩ দিনপর মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফ আব্দুর রশিদ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ৩টার দিকে অভিযান চালিয়ে পাইকগাছা ও তালা উপজেলার সীমান্তবর্তী কাশিমনগর এলাকা থেকে ভিকট্রিম সাফিয়াকে উদ্ধার এবং আসামী মনিরুলকে আটক করে। এ ব্যাপারে ওসি এমদাদুল হক শেখ জানান, বৃহস্পতিবার ভিকট্রিমকে ডাক্তারী পরীক্ষা শেষে জবানবন্দি প্রদানের লক্ষে আদালতে পাঠানো হয়। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা পাইকগাছায় অপহৃত ভিকট্রিম স্কুল ছাত্রী উদ্ধার সংবাদটি ২৭৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী