পাইকগাছার শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৯ | আপডেট: ১২:২১:পূর্বাহ্ণ, আগস্ট ৭, ২০১৯ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের লক্ষে মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিন্দ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে যুবলীগনেতা জগদীশ চন্দ্র রায় পুনরায় সভাপতি এবং পৌর কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান সহ-সভাপতি নির্বাচিত হন। কমিটির অন্যান্যরা হলেন, সদস্য সচিব প্রধান শিক্ষক সেলিনা পারভীন, বিদ্যোৎসাহী সদস্য আওয়ামী লীগনেতা আনোয়ার ইকবাল মন্টু, পৌর কাউন্সিলর কবিতা দাশ, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি অশোক কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি শিল্পী পারভীন, দাতা সদস্য মিজানুর রহমান, অভিভাবক সদস্য অমিও কুমার শীল, স্মৃতি রানী শীল ও ফাতেমা-তুজ-জোহরা। সভা শেষে নবনির্বাচিত কমিটির সকলকে প্রধান শিক্ষক ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য, সভাপতি জগদীশ চন্দ্র রায় টানা ২ বার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ২৩০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি