সাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু এরশাদের শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ: সাতক্ষীরায় স্মরনসভায় বক্তরা প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯ | আপডেট: ৮:১৯:অপরাহ্ণ, জুলাই ৩০, ২০১৯ সাতক্ষীরা প্রতিনিধি: সাবেক রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদের স্মরণে সাতক্ষীরায় স্মরনসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব আজহার হোসেনের সভাপতিত্বে দোয়ানুষ্ঠান ও স্মরনসভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। সদর উপজেলা জাপার সদস্য সচিব আনোয়ার জাহিদ তপনের পরিচালনায় স্মরন সভায় বক্তব্য রাখেন জেলা জাপার সহ সভাপতি এস.এম নজরুল ইসলাম, নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, শ্যামনগর উপজেলার জাপার সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, পৌর জাপার সাংগঠণিক সম্পাদক আনোয়ার হোসেন চান্দু, আশাশুনি উপজেলা জাপার সাধারণ সম্পাদক এস এম টুটুল, দেবহাটা উপজেলার সাধারণ সম্পাদক আনিচুজ্জামান বকুল, জেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি আকরাম হোসেন খান বাপ্পী, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবু তাহের, ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তোহা খান, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, মুক্তিযুদ্ধা প্রজন্ম পার্টির যুগ্ম আহবায়ক রাজীবুল্লাহ্ রাজুসহ আরও অনেকে। স্মরনসভা ও দোয়ানুষ্ঠানে জেলা ও সাতটি উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পল্লীবন্ধুর শাসনামলকে বাংলাদেশের স্বর্ণযুগ উল্লেখ করে স্মরন সভায় বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদের শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ। এরশাদের সকল কর্মকাণ্ড ছিল গ্রামঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নের উন্নয়ন। মানুষের জন্য প্রকৃত কাজ করেছেন পল্লীবন্ধু এরশাদ। এ সময় বক্তারা এরশাদের শাসনামলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। এরশাদের বিদেহী আত্নার শান্তি কামনায় দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মুফতি হাফিজুর রহমান। সুন্দরবনটাইমস.কম/শা:/সাতক্ষীরা পল্লীবন্ধু এরশাদের শাসনামলসাবেক রাষ্ট্রপতি ও পল্লীবন্ধু এরশাদের শাসনামল ছিল বাংলাদেশের স্বর্ণযুগ সংবাদটি ২৩৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় নবজাগরণ সমাজ কল্যান পরিষদের সাধারণ সভা উপকূলীয় জেলা সাতক্ষীরায় সূর্যমুখী চাষে ব্যপক সম্ভাবনা