দেবহাটা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মুল করা হবে: ওসি বিপ্লব কুমার সাহা প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯ | আপডেট: ৩:৩০:অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৯ দেবহাটা(সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি, নারী নির্যাতন, ইভটিজিং সহ সকল অপরাধ কর্মকান্ড নির্মুল করা হবে বলে মন্তব্য করেছেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা। বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টায় দেবহাটার ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে অনুষ্ঠিত মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি, নারী নির্যাতন ও ইভটিজিং নির্মুলের লক্ষে দেবহাটা থানা পুলিশ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে ওসি বিপ্লব কুমার সাহা এমন মন্তব্য করেন। এসময় তিনি তার বক্তব্যে আরো বলেন,দেবহাটার শীর্ষ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে উপজেলাকে মাদকমুক্ত করতে প্রতিনিয়তই পুলিশের অভিযান চলছে। পাশাপাশি সন্ত্রাস, জঙ্গীবাদ, দুর্নীতি ও নারী নির্যাতন বন্ধ করতেও অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গীবাদের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা উল্লেখ করে ওসি বিপ্লব সাহা বলেন, দেবহাটাকে অপরাধমুক্ত করতে সকল পদক্ষেপই গ্রহন করেছে পুলিশ। তাছাড়া এসব অপরাধীদের গ্রেফতারের ব্যাপারে কারো সুপারিশ বা তদবির আমলে নেয়া হবেনা এবং পর্যায়ক্রমে এদের মদদদাতাদেরও আইনের আওতায় আনতে পুলিশের সর্বাত্বক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সেজন্য উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগীতাও চেয়েছেন ওসি। মতবিনিময় সভায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপাধ্যক্ষ আব্দুল মজিদ, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সখিপুর ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন, প্রভাষক আবু তালেব, দেবহাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার, এসআই হেকমত আলী, এসআই জসীম উদ্দীন, এএসআই মুনিরুল ইসলাম মনির, এএসআই ফেরদৌস, এএসআই রশীদুল আলম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সুন্দরবনটাইমস.কম/আ:ই/দেবহাটা দেবহাটা থেকে মাদক সন্ত্রাস জঙ্গীবাদ নির্মুল করা হবেমাদক সন্ত্রাস জঙ্গীবাদ সংবাদটি ২২৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন শহীদ আসিফের কবর জিয়ারত করলেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক আন্দোলনে নিহত শহীদ আসিফের পরিবারের পাশে সাবেক এমপি হাবিব