দেবহাটায় সড়ক দূর্ঘটনায় এক পথচারী নিহত প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯ | আপডেট: ৪:০২:অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সখিপুর বাজার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত চথচারীর নাম শফিকুল ইসলাম (৬০)। তিনি উপজেলার ঘলঘলিয়া রহিমপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, শফিকুল সখিপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে ইঞ্জিনচালিত ট্রলির চাপায় তিনি ঘটনা স্থলেই নিহত হন। তবে, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ওসি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/শা:গো:/সাতক্ষীরা নিরাপদ সড়ক চািইসড়ক দূর্ঘটনায় নিহত সংবাদটি ৩৩১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত শহীদ আসিফের কবর জিয়ারত করলেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক