তালা সমবায় অফিসে অংশীজন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯ | আপডেট: ৯:৪১:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০১৯

এম,এ,মান্নান, তালা:
খুলনা বিভাগীয় সমবায় অফিসের আয়োজনে, তালা উপজেলার নিবন্ধিত সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকদের সাথে অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তালা উপজেলা সমবায় অফিস কক্ষে উক্ত সভার আয়োজন করা হয়।
উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক মা. মিজানুর রহমান। সমবায়ীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
উপজেলা সমবায় পরিদর্শক অজয় ঘোষ বাবলু’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, সাতক্ষীরা জেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, সফল সমবায়ী ইন্দ্রজিৎ দাশ বাপী, সমীর কুমার দাশ, শামসুর রহমান মোড়ল, আমিনুর রহমান, আলমগীর হোসেন, গোলাম রাব্বানী, দিবস ঘোষ, মো. রহমত আলী, সুশান্ত ঘোষ, আব্দুর রশিদ ও উত্তম কুমার প্রমুখ।
সভায়- সমবায় সমিতি গঠন, পরিচালনা, সফলতা অর্জন, সৃষ্ট সমস্যা ও তার সমাধান সহ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এসময় অর্ধশত সফল সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

 

সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক