তালা ব্লাড ব্যাংকের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯ | আপডেট: ১০:৫৩:অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯ এম,এ,মান্নান, তালা: রক্তদানের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন- তালা ব্লাড ব্যাংক’র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমূখর পরিবেশে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সংগঠনের পক্ষ থেকে র্যালী, আলোচনা সভা ও কেক কেটে প্রথম বর্ষপূর্তী উদযাপন করা হয়। তালা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও তালা ব্লাড ব্যাংকের সদস্যদের সমন্বয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী তালা উপশহর প্রদক্ষিন করে। পরে উপেেজলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মূরশিদা পারভীন পাপড়ি, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, তালা সদর ইউপি চেযারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আব্দুল জব্বার ও উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ সাদী। এসময় অন্যানন্যের মধ্যে সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশন’র সভাপতি মঈনুল ইসলাম মিঠু, তালা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী অসিম রায়, আব্দুল্লাহ আল মামুম সৈকত, সৌমেন মজুমদার, নাহিদ হাসান বাবু, ইলিয়াস হোসেন, শেখ নজরুল ইসলাম, জি.এম. পলাশ, মেহেদী হাসান, বনানী দাস, সালমা আক্তার, সুস্মিতা সেন, সৌমিক নন্দী, আসলাম, রোকনুজ্জামান, অমিত, জুবায়ের ও ইসমাইল প্রমুখ। বক্তৃতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ তালা ব্লাড ব্যাংকের বর্ষপূর্তীতে কেক কাটেন। সুন্দরবনটাইমস.কম/এমএ মান্নান/তালা/সাতক্ষীরা তালা ব্লাড ব্যাংক সংবাদটি ২৭৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ তালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান