তালায় ৩টি নারী গ্রুপে দলিত’র ৬০হাজার টাকা অনুদান বিতরন প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ | আপডেট: ৮:৪৩:অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০ তালায় দলিত’র উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের মাঝে ৬০ হাজার টাকার চেক বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত ২০জন করে নারী সদস্যদের নিয়ে গঠিত সেলফ্ হেল্প গ্রুপের মাঝে বীজ ক্রয়ের জন্য অনুদান বিতরন করা হয়েছে। দাতা সংস্থা ফান্ডাজিঅন সানজিনো- ইতালী এর সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিত’র টিপসি প্রকল্প’র আওতায় এই অনুদান বিতরন করা হয়। রোববার সকালে তালা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনুদান বিতরন উপলক্ষ্যে এক অনুষ্ঠান দলিত’র হেড অব হেলথ এন্ড লাইভলিহুড অফিসার নিতাই চন্দ্র দাশ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. রেজাউল ইসলাম ও সমাজ সেবা অফিসার মো. আব্দুল আওয়াল। দলিত প্রকল্প ব্যবস্থাপক তরিকুল ইসলাম’র পরিচালনায় এসময় সাংবাদিক মিজানুর রহমান, দলিত’র হিসাব রক্ষন অফিসার কৃষ্ণপদ দাশ, প্রকল্প সমন্বয়কারী ইকবাল জামিল, কম্পিউটার প্রশিক্ষক পবিত্র কুমার দাশ, উপকারভোগী ৩টি সেলফ হেল্প গ্রুপের সভাপতি যথাক্রমে চায়না সরকার, রুমি সরকার এবং শিখা দাশ সহ উপকারভোগী গ্রুপের সদস্যরারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপকারভোগী ৩টি সেলফ হেল্প গ্রুপের মাঝে ২০ হাজার টাকা করে ৬০ হাজার টাকার চেক বিতরন করা হয়। সংবাদটি ৩৮১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত