তালায় হার্টস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ | আপডেট: ৫:৫৫:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০ প্রতীকি ছবি তালায় হার্টস্ট্রোক জনিত কারণে মোঃ আরাফাত মোড়ল (২২)নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামের মোঃ শফিউর রহমানের একমাত্র পুত্র। খেশরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন জানান, পুলিশ সদস্য আরাফাত হোসেন খুলনা খালিশপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলো। বুধবার (৪ নভেম্বর) সকালে নিজ কর্মস্থলে ষ্ট্রোক করলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরাফাত মোড়ল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশ পুলিশ সংবাদটি ৪৫১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত