তালায় শিক্ষকের বাসায় দিনদুপুরে চুরি প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯ | আপডেট: ১০:৪৫:অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৯ ডেক্স রিপোর্ট: তালায় শিক্ষকের বাসায় দিন দুপুরে ঘরের দরজা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরচক্র ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তালা মহিলা কলেজ সংলগ্ন বারুইহাটি কামারপাড়া এলাকায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছ। ভুুক্তভোগি তালা মহিলা কলেজের অধ্যাপক তৌহিদুজ্জামান জানান, মঙ্গলবার সকালে ছেলের জেএসসি পরীক্ষা থাকায় তাকে নিয়ে স্ত্রী পরীক্ষা কেন্দ্রে যায়। তার তিনি ছিলেন কলেজে। এই সুযোগে চোর চক্র বাসার পিছন দিকের পাঁচালি টপকে বাড়িতে প্রবেশ করে বারান্দার গ্রীল ও দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় দু’টি ঘরের থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। তালা থানার এস আই মোঃ কামাল হোসেন ও এএসআই মোঃ মনির হোসেন ঘটনাসস্থল পরিদর্শন করেছেন। তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি চোরচক্র আটকের চেষ্টা চলছে। সুন্দরবনটাইমস.কম/মো: মুজিবর রহমান/পাটকেলঘাটা/সাতক্ষীরা শিক্ষকের বাসায় দিনদুপুরে চুরি সংবাদটি ২৯৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত