তালায় রাতের আধারে চলছে অবাধে অতিথি পাখি শিকার প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১ | আপডেট: ৫:২১:অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২১ উদ্ধারকৃত গুলিবিদ্ধ পাখি বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন(বিবিসিএফ) অন্তর্ভূক্ত বণ্যপ্রাণী সংরক্ষণে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন কর্তৃক সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের আটারই গ্রামের শেখের হাট সংলগ্ন (১৩ ডিসেম্বর) সোমবার সন্ধ্যা ৭ টা সময় মোবাইল টাওয়ার এর উপর থেকে এয়ারগান দিয়ে পাখি শিকারের সময় শিকারীদের পিছু ধাওয়া করলে মৃত গুলিবিদ্ধ মদনটাক সহ পাখি ফেলে রেখে শিকারীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে আমরা দেখছি টাওয়ারের উপর অনেক বড় বড় পাখি এসে সন্ধ্যায় বসে। আটারই গ্রামের এয়ারগানধারী দীর্ঘদিনের পেশাদার পাখি শিকারী জুলফিক্কার আলী জুলু, জুলি মোড়ল ও তার সহযোগী তালা বাজারের সাবেক সেনা সদস্য শাহাদত ফকির একটি সুজুকি মটর সাইকেল যোগে বন্দুক নিয়ে শেখের বাজারে পাখি মারতে আসে। মটর সাইকেলের সামনে লেখা ছিল ”সহানুভূতি তালা স্বেচ্ছাসেবক” আমরা সবাই দেখেছি তাদের কে পাখি কে গুলি করতে। এ বিষয়ে শাহাদত ফকির জানান, এই খানে জুলফিক্কার আলী জুলু ডেকে নিয়ে গিয়েছিল পাখি শিকার করার জন্য তাই গিয়েছিলাম, কিন্তু আমি খুব লজ্জিত। এ বিষয়ে জুলফিক্কার আলী জুলু জানান, আমি আগে পাখি শিকার করতাম কিন্তু গত বছর ইয়ারগান বিক্রি করে ফেলেছি, আমি এ ধরনের কাজে আর কখনো যাবো না। সংবাদটি ৩২৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত