তালায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মহান  বিজয় দিবস পালিত 

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১ | আপডেট: ৫:৫৪:অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১
তালা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস।  স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস  উপলক্ষে এ আয়োজন করা হয় ।  সকাল সাড়ে ৭ টায় তালা  উপজেলা চত্বরে স্মৃতি সৌধে  পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি  অর্পণ এর মধ্য দিয়ে শুরু হয় বিজয়  দিবসের  কর্মসূচি। সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাংলার বীর সন্তানেরা তালা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর বীর মুক্তিযোদ্ধাগন,  পর্যায়ক্রমে  উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের সকল সরকারী দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অংগসংগঠন, তালা উপজেলা ক্রীড়া সংস্থা  সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক পুষ্পস্তবক অর্পণ করেন।
 
পরবর্তীতে সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে তালা বিদে সরকারী উচ্চ বিদ্যালয়ের পুরাতন মাঠ চত্বরে  কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,  অতিরিক্ত পুলিশ সুপার  হুমায়ূন কবীর ,উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস,  মুক্তি্যোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দার,  তালা থানা অফিসার ইনচার্জ মোঃ আবু জিহাদ ফকরুল আলম খান, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ কাঞ্চন রায় জাতীয় সংগীত ও জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি চারনের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।  এরপর  প্যারেড গ্রাউন্ড সালাম গ্রহন করেন, প্যারেড গ্রাউন্ড  পরিচালনা করেন  তালা থানা এস আই প্রীতিশ  কুমার।
 
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী  শারীরিক কুচকাওয়াজ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন  প্রদর্শনী করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন তালা থানা এস আই কাওছার আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার,  সাংবাদিক মীর জাকির হোসেন।  সকাল  ১১ টায় শুরু হয় পুরুষ্কার বিতরনী ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা  প্রশান্ত কুমার বিশ্বাস,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সহকারী কমিশনার (ভূমি)  তারিক সুলতান,  তালা উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি , তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম,  তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও  জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন,  তালা বাজার বনিক সমিতির সভাপতি সাংবাদিক জুনায়েদ আকবর সহ তালা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা গন এবং প্রশাসনিক ও রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  
 
আলোচনা অনুষ্ঠানে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বাংলাদেশের স্বাধীনতার রুপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য অবদান ও স্মৃতি তুলে ধরা হয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীরাঙ্গনা দের শ্রদ্ধা ভরে স্মরণ করে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে সন্মানিত করা হয়। 
 
দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষে এতিম খানা ও হাসপাতালে রুগিদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বিকাল ৪ টার সময়  মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা  শেখ হাসিনার সঙ্গে সরাসরি ভিডিও কন্ফারেন্সে মিলিত হন এবং দেশ  ও জাতির  কাছে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন। এবং মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা