তালায় মুড়াগাছা যুবসংঘের ৮ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ | আপডেট: ৯:৫৬:অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০ তালার মুড়াগাছায় নকআউট পদ্ধতিতে ৮দলীয় নাইট ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩০ ডিসেম্বর) মুড়াগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুড়াগাছা যুব সংঘের আয়োজনে খেলায় চাম্পিয়ান দল সরদার এন্টার প্রাইজ,কমলাপুর-পাইকগাছা (বিশ্বজিত-সৌরভ) ও রানার্সআপ শেখ টিটুর দল, মুড়াগাছা (ড্যানি-মেফতা)। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাজিব হোসেন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খুরশিদ আলম, সাবেক চেয়ারম্যান এস. এম লিয়াকত, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুলাহ-আল-মামুন তাজ, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম লাল্টু, মেম্বর মোড়ল শামসুল হক, শিক্ষকনেতা আসাদুল্যাহ মিঠু, শিক্ষকনেতা প্রভাষক এস আর আওয়াল,ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান জোয়ার্দার, সুমন সরদার, এ্যাডঃ ওয়াহেদ জোয়ার্দার, শিক্ষক হাসিব শেখ, মেম্বর শেখ জাহিদ, সাবেক মেম্বার, মহিলা মেম্বর প্রার্থী তাসলিমা পারভীন বিউটি, আহসানারা কুইন প্রমুখ। খেলায ম্যাচ রেফারি দায়িত্ব পালন করেন আহসান হাবিব গোলদার ও ফেরদৌস শেখ। সংবাদটি ৩৯৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত