তালায় মাসিককালীন স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে অ্যাডভোকেসি সভা প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯ | আপডেট: ৮:২২:অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৯ তালা(সাতক্ষীরা) সংবাদদাতা: গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে “বাংলাদেশে মাসিককালীন স্বাস্থ্য পরিস্থিতির উন্নয়নে এনজিও, সিভিল সোসাইটি ও বে-সরকারিখাতের সমন্বিত প্রচেষ্টা’ প্রকল্পের আওতায় লোকাল অথোরিটির সাথে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উত্তরণের আয়োজনে ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা এম ময়নুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উত্তণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন। উত্তরণ কর্মকর্তা সঞ্জয় আচার্য্য’র পরিচালনায় সভায় উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দেবকী রানী রায়, অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, প্রভাষক রেজাউল করিম, মীর জিল্লুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলি, বিষ্ণু পদ মন্ডল, ধীরেন্দ্র নাথ সরদার, সাংবাদিক আশরাফ আলী, শেখ শওকত হোসেন, গাজী জাহিদুর রহমান, ইউপি সদস্য শেখ আব্দুর রাজ্জাক, অরুন চন্দ্র ঘোষ, মঞ্জুয়ারা খালেক, গুলশান আরা প্রমুখ উপস্থিত ছিলেন। আইডিআরটিমাসিককালীন স্বাস্থ্যসিভিল সোসাইটি সংবাদটি ২৯৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় মটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: নিহত ১, আহত ২ তালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান